ছবিঃ সংগৃহীত।
জামালপুরে বিএডিসি সেচ কমপ্লেক্স জামে মসজিদের নাম ভাঙ্গিয়ে ঠিকাদারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) কার্যালয়ে কর্মরত সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবায়দুল্লাহ'র বিরুদ্ধে । মসজিদ কমিটির সাধারন সম্পাদক মো: ইসাহাক আলী এ ব্যাপারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর গত ৬ নভেম্বর লিখিত অভিযোগ দায়ের করে ঢাকা বি এডিসির প্রধান প্রকৌশলী ( ক্ষুদ্রসেচ /নির্মাণ/সওকা), টাঙ্গাইল সার্কেলের তও্বাবধায়ক প্রকৌশলী (ক্ষুদ্রসেচ),জামালপুর রিজিওনের নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), জামালপুর রিজিওনের সহকারী প্রকৌশলী (সওকা) বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে। একক কর্তৃত্তে ভূয়া বিল-ভাউচারে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। টাকা মসজিদে জমা দানের জন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় আছে বলে শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবায়দুল্লাহ মুঠোফোনে জানিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জামালপুর শহরের ফুলবাড়িয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (ক্ষুদ্রসেচ)- বিএডিসি কার্যালয়ে কর্মরত সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবায়দুল্লাহ। ২০১৮ সাল থেকে বিএডিসির আওতায় বিএডিসি সেচ কমপ্লেক্স জামে মসজিদের নামে প্রতিটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিয়ে আসছেন এই কর্মকর্তা। তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন ওই এলাকার স্থানীয় মুসুল্লিরা। কোনো ঠিকাদারের প্রকল্পের টাকার চেক পাস হলেই মসজিদের জন্য কিছু টাকা দিতে হয়। মসজিদের নাম করে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের দান করা এসব অর্থ কৌশলে তিনি আত্মসাৎ করেন। শুধু তাই নয় সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে তার অধস্তন কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে অনিয়ম করে আসছেন।
এখন স্থানীয় মুসুল্লিরা বলছেন এই কর্মকর্তা দীর্ঘদিন যাবৎ বিএডিসির মসজিদের টাকা আত্মসাৎ করেছেন। আমরা মসজিদের টাকা ফেরত চাই এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এদিকে
শেখ
ফজলে
রাব্বি
ও
এসকে
সোহেল
বলেন,
মসজিদের অর্থ
আত্মসাৎ কারীকে
দ্রুত
এখান
থেকে
বদলী
করার
পাশাপাশি বিচারের মুখোমুখি আনা
উচিৎ।
জামালপুর জোন বিএডিসি'র সহকারী প্রকৌশলী (সওকা) মো: আকরামুজ্জামান বলেন, মসজিদ কমিটির মাধ্যমে আমি জানতে পেরেছি ২০১৯ সাল থেকে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবায়দুল্লাহর কাছে দুই লক্ষ টাকা আছে। এর পরিপেক্ষিতে আমি নির্বাহী প্রকৌশলীকে জানালে তিনি বিষয়টি স্বীকার করেছেন।
জামালপুর রিজিয়ন বিএডিসি'র নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মো: কায়সার আহমেদ মুন্সী বলেন, এই বিষয়গুলো আমি আসার আগে ঘটেছে। আমি শুনেছি, অফিসে এসব হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh